আফ্রিকার রেকর্ড গড়া জয় ৫১৭ রান ও ৩৫ ছক্কার টি-টোয়েন্টিতে দ
নিজস্ব প্রতিবেদবঃ
ব্যাটিং সহায়ক উইকেটে দুই দলই মেতে উঠল রানের মহোৎসবে। যেন ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।’ ৩৯ বলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড পুঁজি এনে দিলেন জনসন চার্লস। কুইন্টন ডি কক জবাব দিলেন ৪৩ বলে সেঞ্চুরি করে। অসংখ্য রেকর্ডের অবিশ্বাস্য এক ম্যাচে রান তাড়ার রেকর্ড গড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় ৬ উইকেটে। ২৫৯ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৭ বল বাকি থাকতেই।
এই সংস্করণে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটি। ২০১৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার জয় ছিল আগের রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম সেঞ্চুরিতে ৪৬ বলে ১১ ছক্কা ও ১০ চারে ১১৮ রান করেন চার্লস। সঙ্গে কাইল মেয়ার্সের ২৭ বলে ৫১ ও রোমারিও শেফার্ডের ১৮ বলে অপরাজিত ৪১ রানের সুবাদে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানদের ইনিংসের ২২ ছক্কা টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ২২ ছক্কা মেরেছিল আফগানিস্তানও।
ব্যাটিং সহায়ক উইকেটে দুই দলই মেতে উঠল রানের মহোৎসবে। যেন ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।’ ৩৯ বলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড পুঁজি এনে দিলেন জনসন চার্লস। কুইন্টন ডি কক জবাব দিলেন ৪৩ বলে সেঞ্চুরি করে। অসংখ্য রেকর্ডের অবিশ্বাস্য এক ম্যাচে রান তাড়ার রেকর্ড গড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।