আন্তঃজেলা নারী চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার এবং তাহাদের হেফাজত হইতে চোরাই যাওয়া ২,৯০০/-টাকা ৪ ঘন্টা সময়ের মধ্যে উদ্ধার।
মোঃ সাইয়েদুজ্জামান, ময়মনসিংহ।।
জনৈকা শিরিনা আক্তার(৩০), সাং- তারাটি, থানা- মুক্তাগাছা, গত ইং ০৩/০৮/২৩ তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকার সময় চিকিৎসা সেবা গ্রহনের জন্য মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে অজ্ঞাত নামা ৪/৫ জন মহিলা তাহাকে ভিড়ের মধ্যে ফেলিয়া ঠেলাঠেলি করিয়া তাহার ভ্যানেটি ব্যাগের চেইন খুলিয়া ব্যাগে রক্ষিত ২,৯০০/-টাকা চুরি করিয়া নেয়। বাদীর উক্তরূপ অভিযোগ থানায় প্রাপ্ত হইয়া মুক্তাগাছা থানার মামলা নং-১(৮)২৩, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। অত:পর ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক বাদীকে সাথে নিয়ে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে অভিযান পরিচালনা করিয়া সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করিতে দেখিয়া ০৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মধ্যে দুই জনের বাড়ী জামালপুর জেলার ইসলাম থানার তারতাপাড়া সাকিনে ১। মোছাঃ নূপুর(২০), ২। মইছ মতি(২৭) এবং অপর দুই জনের বাড়ী বগুড়া জেলার ধুনট থানা এলাকার চরধুনট সাকিনে ৩। সুবেদা খাতুন(২২), ৪। রোজিনা আক্তার(২২)। গ্রেফতারকৃত আসামীদের নারী পুলিশ দ্বারা দেহ তল্লাশী করিয়া বাদীর চোরাই যাওয়া ২,৯০০/-টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আসামীদের বিভিন্ন থানায় চুরি মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে ইতি পূর্বেও মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি ঘটনা ঘটিয়েছে বলিয়া স্বীকার করে। বাদীর চোরাই যাওয়া টাকা উদ্ধার হওয়ায় পুলিশ সুপার মহোদয় সহ অফিসার ইনচার্জ মুক্তাগাছা থানাকে আন্তরিক ধন্যবাদ জানায়।