আনোয়ারায় জমির টপ সয়েল কাটায় এস্কেভেটার জব্দ, জরিমানা!
আতিকুল হা-মীম (আনোয়ারা প্রতিনিধি চট্টগ্রাম)
আনোয়ারায় কৃষি জমির টপ সয়েল কাটায় ২টি এস্কেভেটার ও আটটি ট্রাক জব্দ করা হয়।শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সারেঙ্গা ও বটতলী ইউনিয়নের তুলাতলি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন। এসময় দুই ব্রিক ফিল্ডের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয় উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন বলেন, কৃষি জমির টপ সয়েল কাটায় ২টি এস্কেভেটার ও আটটি ট্রাক জব্দ ও শামসুল আলম এবং হারুনুর রশীদ নামে দুই ব্রিক ফিল্ডের মালিককে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে।