মোঃ বাদল, বিশেষ প্রতিনিধিঃ রাজধনী পুরান ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এর ৫৪নং ওয়ার্ড জুরাইন বালুর মাঠ এলাকার আদ্-দ্বীন হাসপাতালে গত ইং- ১৯/০৯/২০২৩ তাং ভুল চিকিৎসায় মোঃ রাব্বি ( ২৬ ) যুবকের মৃত্যুর ঘটনার ঘটেছে। যার মাত্র ১ দিন পরে আবার চিকিৎসা অবহেলার নতুন অভিযোগ উঠেছে। গত ইং- ২০/০৯/২০২৩ তাং রাত আনুমানিক সময় ১০.০০ জুরাইন আদি্-ধীন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন পরিচয়ে আমাদের প্রতিবেদকের মোবাইলে ফোন করে হাসপাতালে চিকিৎসা অবহেলার বিষয়ে জানান। পরে আমাদের প্রতিবেদক রাত আনুমানিক সময় ১১.০০ টায় হাসপাতালের ৫ম তলায় গেলে সেখানে চিকিৎসাধীন থাকা রইসা (১ বছর ১ মাস) বয়সী বাচ্চা মেয়ের মা হাসি বেগম বলেন যে, তার মেয়ে জ্বরে আক্রান্ত হওয়াতে মেয়ের চিকিৎসারজন্য গত ইং- ১৮/০৯/২০২৩ তাং হাসপাতালে আসলে কর্তৃপক্ষ রাইসাকে হাসপাতালে ভর্তি করে নেয়। এবং বাচ্চার বিভিন্ন ধরনের পরিক্ষা নিরীক্ষা করান। পর ডাক্তার জানান তাদের মেয়েকে সুস্থ করতে প্রায় ৫ দিনে ৫টি এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করতে হবে। এটাই হচ্ছে বাচ্চার চিকিৎসা। যার ধারাবাহিকতায় গত ইং- ১৮ এবং ১৯ তাং বাচ্চাকে ইনজেকশন পুশ করা হয়।কিন্তু কন কারণ ছাড়া গত ইং- ২০/০৯/২০২৩ তাং হাসতালের ৫ম তলার ওয়ার্ডে থাকা কর্তব্যরত চিকিৎসকরা ইনজেকশন পুশ না করায় রাইসার মা বেশ কয়েকব ওয়াডের্র নার্স ও ডাক্তারের সাথে যোগাযোগ করেন তার মেয়ের জ্বর চিকিৎসার জন্য ডাক্তারের নির্ধারিত সময়ে ইনজেকশন পুশ না করার কারন জানতে চাইলে সেখানের কর্তব্যরত নার্স ও ডাক্তার তার সাথে খাবার ব্যবহার করেন বলে অভিযোগ করে।এরপরে রাইসার মায়ের অভিযোগ শেষ হওয়ার আগেই সেই ওয়ার্ডের ৩ জন চিকিৎসাধীন রোগীর চিকিৎসা অবহেলা করছে বলে অভিযোগ জানান স্বজনরা। আমাদের কাছে ভুক্তভোগীদের অভিযোগের ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে। আদ্-দ্বীন হাসপাতাল হিসেবে দেশের স্বনামধন্য প্রাইভেট গুলোর মধ্যে অন্যতম হওয়া সর্তেও তাদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ও চিকিৎসায় অবহেলা মতো কর্যক্রম চালিয়ে সাধারণ মানুষে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে তাই ভুক্তভোগী রোগীর স্বজনদের ও এলাকার স্হানীয় লোকজন এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সজাগ দৃষ্টি আকর্ষণ করেন।