পাবনা জেলা প্রতিনিধি :
পাবনা সদর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মো. ওসমান প্রামানিক ও তার ছেলে রবিউল ইসলাম প্রামানিক গংদের বিরুদ্ধে।সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাসপাড়া গ্রামের বাসিন্দা মো: আফছার আলী মোল্লা বলেন, জমির দখল সীমানা নিয়ে একই এলাকার মো: ওসমান প্রামানিক সাথে তাদের বিরোধ রয়েছে। এ নিয়ে এলাকায় সালিশী বৈঠক হলেও তা অমান্য করে বিবাদী পক্ষ। তারা জোড়পূর্বক কিছু দিন আগে আমাদের জমিতে বাড়ি নির্মাণ শুরু করেছেন। পুলিশ কনস্টেবল লিটন ও সিদ্দিক মেম্বারের নেতৃত্বে কাজ করছেন ওসমান প্রামানিক ও তার ছেলে রবিউল ইসলাম প্রামানিক।
স্থানীয়ভাবে বিচার না পেয়ে আমি বাদী হয়ে ২০২৩ সালে সিনিয়র সহকারী জজ আদালত পাবনাতে একটি মামলা দায়ের করি মামলা নং ১০৬, তারিখ ২০২৩ ইং।
এবং উক্ত জায়গার উপর আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে জবরদখল বন্ধসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারার স্থিতিবস্থা জারি করেন।
আদালতের নিষেধাজ্ঞা কে অমান্য করে ওসমান প্রামানিক, রবিউল ইসলাম রবি গংরা ১৪/০২ /২০২৫ সালে উক্ত জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ কাজ শুরু করে যা এখনো চলমান রয়েছে।
ভুক্তভোগী আরো জানান, স্থানীয়ভাবে বিচার না পেয়ে তিনি প্রথমে থানায় লিখিত অভিযোগ এবং পরে পাবনা সিনিয়র সহকারী জজ
আদালতে মামলা দায়ের করেন। পাবনা সিনিয়র সহকারী জজ উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে আদালতের আদেশের বিষয়টি অবগত করেন। কিন্তু গত কয়েক দিন আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মেম্বার ও পুলিশ কনস্টেবল লিটনের সহায়তায় আদালতের আদেশ উপেক্ষা করে তাঁর জমিতে বাড়ি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগের বিষয়ে জানতে ওসমান প্রামানিকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ছেলে রবিউল ইসলাম রবি বলেন, বিরোধপূর্ণ জমিতে কাজ করছি না। আমাদের জমিতেই আমরা কাজ করছি। আমরা তাদের কাছ থেকে জমি ক্রয় করেছি। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. সিদ্দিক প্রামানিক বলেন, বিষয়টি নিয়ে কয়েক বার সালিশ ও বিচার হয়েছে। সামাজিকভাবে অনেকবার বসা হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। দুই পক্ষের বিভিন্ন সমস্যার কারণে। তারপর এটা নিয়ে আর বসা হয়নি। বর্তমানে কি অবস্থা আমার জানা নেই, শুধু শুধু আমাকে দোষারোপ করা হচ্ছে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, আদালতের আদেশ অমান্য করে কাজ করা অপরাধ। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।