মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- আগামী ১৩ নভেম্বর গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সুযোগ্যতম সভাপতি, গনতন্ত্রের মানস কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র খুলনায় শুভাগমন উপলক্ষ্যে জনসমাবেশ সফল করার লক্ষ্যে দাকোপ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত প্রস্তুতি সভা দাকোপ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দাকোপ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ০৬ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সুপদ রায় রমেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ক্ষিতিষ রায় ও যুবলীগ নেতা রতন কুমার মন্ডলের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। মান্যবর অতিথির বক্তব্য রাখেন দাকোপ বটিয়াঘাটা তথা খুলনা ১ আসনের সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল। প্রধান বক্তা ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নান্টু রায়, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক দেবব্রত বিশ্বাস, আওয়ামীলীগ নেতা অনিল কৃষ্ণ মোড়ল, রামপদ রায়, অসীম কুমার রায়, আজগর হোসেন সাব্বির, অনুপ কুমার গাইন বাবু, উত্তম সরকার, অনিমেষ মন্ডল, অনুপম আদিত্য সরকার, জেলা যুবলীগ নেতা গৌতম সরকার কাঁকন প্রমূখ। এছাড়াও এ সময় দাকোপ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক বৃন্দ, ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ সম্মেলন সফল করার লক্ষ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।