আগামী শনিবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে_ইবি নিউজ ৬৪ ডট কম এর প্রথম বার্ষিক ২০২৩-
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
আগামী শনিবার ৫”অগাষ্ট /০৮/২০২৩/তারিখে স্থান
খুলনা জেলার রূপসা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে _(EB NEWS 64)-ইবি নিউজ ৬৪ ডট কম এর প্রথম বার্ষিক ২০২৩ এর আলোচনা সভা ও র্যালী _সারাদেশে ও বিদেশে পরিচিত জনপ্রিয় অনলাইন ও পত্রিকা ইবি নিউজ ৬৪ ডট কম পরিবারের পক্ষ থেকে প্রথম বার্ষিক ২০২৩-আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপসা উপজেলার ইউএনও কোহিনূর জাহান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রূপসা থানার অফিসার ইনচার্জ মো: শাহিন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার জাবেদ হোসেন, সম্পাদক ইবি নিউজ ৬৪ ডট কম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ : রাজ্জাক শেখ।বিশেষ অতিথি জেসমিন জুঁই, সাবেক নির্বাহী সদস্য, ডিইউজে বার্তা সম্পাদক, ইবি নিউজ ৬৪ ডট কম।
এসময় উপস্থিত থাকবেন_বাংলাদেশ প্রেসক্লাব রূপসা উপজেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,খুলনা জেলা কমিটির সদস্য, খুলনা বিভাগীয় কমিটির সহ প্রচার সম্পাদক ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কমিটির সহ প্রচার সম্পাদক_মোল্লা জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিভিন্ন বিভাগীয় প্রধান-জেলা ও উপজেলার এবং রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইবি নিউজ ৬৪ ডট কম এর প্রকাশক মো: মাসুম সরদার।