অসুস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করেন: এমপি সালাম মূর্শেদী,
মোল্লা জাহাঙ্গীর আলম_ খুলনা //
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক রূপসা ও তেরখাদা উপজেলার অসুস্থ রোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।বুধবার ৯ই আগস্ট সন্ধ্যায় এমপির খুলনাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তেরোখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল,তেরখাদা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এসএম হাবিব,শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, রূপসা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, যুবলীগের আশিষ রায়সহ অনেকেই উপস্থিত ছিলেন।