-অশ্লীলতা
কবি- এ এস এম সাদেকুল ইসলাম
জেলা- ময়মনসিংহ। বাংলাদেশ
নীতিরা আজ পালিয়ে বেড়ায়
দুর্নীতিদের ভয়ে,
সত্য’রা যে ফোঁপরে কাঁদে
মিথ্যা হাসে জয়ে।
সভ্য সমাজ নীরব বঁধির
বোবা হয়ে চলে,
মূর্খ্যরা আজ শাসক শোসক
জোড় আওয়াজে বলে।
সত্য সাক্ষী পায় যে সাজা
মিথ্যা সাক্ষীর মুক্তি রায়,
ইনসাফেরা জালেম হাতে
মজলুমেরা জেলখানায়।
পাপিরা আজ স্বাধীন বেশে
পাপের রাজ্যে বসবাস,
জ্ঞানী গুণী শিকল বদ্ধ
অশ্লীলতার চলছে চাষ।।
hl5sia
yyw4g1
661a8p
hx9690
coapcv
ue4w79
g9ixbz
d6lwuk
mlcgco
8rmjzq
9ksq5l
7rlpey