মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
অভয়নগরের কৃতি সন্তান স্বর্গীয় হরেন্দ্রনাথ হালদার মাস্টারের স্মৃতি স্বারক উন্মোচন করা হয়েছে। দীর্ঘ ২১বছর পর অভয়নগর উপজেলা পরিষদের উদ্যোগে পায়রা ইউনিয়নে ভবদহ পুলিশ ফাড়ির জমিদাতা হরেন্দ্রনাথ মাস্টারের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে স্মৃতি স্বারক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে স্মৃতিচারণ আলোচনায় বক্তব্য রাখেন নিহত হরেন্দ্রনাথ হালদারের স্ত্রী অনিমা রানী হালদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাফিজুর রহমান,সাবেক চেয়ারম্যান ও উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি বিষ্ণপদ দত্ত, অভয়নগর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ। এ সময় উপস্থিত ছিলেন ভবদহ পুলিশ ফাড়ির আই সি মাহমুদ হাসান, ভবদহ কলেজের অধ্যক্ষ মো.ইকবাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মোজাফফর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, আই সি টি কর্মকর্তা আহসান কবির,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মো.আবুজার সিদ্দিকী, শিক্ষা অফিসার মো. আবুল কাসেম, আওয়ামী লীগ নেতা সমিরোন সরকার, ওয়ার্ড আ'লীগের সভাপতি সাবেক ইউ পি সদস্য কৃষ্ণ পদ রায়, হরেন্দ্রনাথের ভাই এর স্ত্রী রাজু বালা হালদার,বোন কল্পনা হালদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য ভবদহ পুলিশ ফাড়ির জমি দানের কারনে স্থানীয় মাস্টার হরেন্দ্রনাথ হালদার ২০০২সালে সন্ত্রাসী কতৃক অপহৃত হয়ে আজ ও তার কোন খোঁজ মেলেনি। পরিবারের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।