মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
অভয়নগরে রোমান স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) বিকালে নওয়াপাড়া মডেল কলেজ এর মাঠে প্রফেসরপাড়া যুব সংঘ বনাম টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এর মধ্যকার এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।রোমান স্মৃতি সংঘের সভাপতি রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা,নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ,দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ,নওয়াপাড়া মডেল কলেজ এর অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন। এসময় আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শেখ,রোমান স্মৃতি সংঘের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোহাম্মদ আলী,নূর ইসলাম মহলদার,শামসুর রহমান মিঠু প্রমুখ।টানাটান উত্তেজনাপূর্ণ খেলাটি শুরু হওয়ার আগেই নওয়াপাড়া মডেল কলেজের মাঠ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রফেসরপাড়া যুব সংঘ বনাম টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এর মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে প্রফেসর পাড়া যুব সংঘ ৪-৩ গোলে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন প্রফেসর পাড়া যুব সংঘের রিয়াজ হোসেন এবং খেলাটি পরিচালনা করেন রেফারি সোহান,রুবেল ও মুন্না।