অভয়নগরে বেতনারেল ও মটরসাইকেল সংঘর্ষে একজন নিহত
মোশারফ হোসেন,বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে আকিজ জুট মিলের পিছনে দূর্গাপুর রেলক্রসিং নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী বেতনা রেল সকাল ৭.৩০ টায় একটি মটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী বাশুদেব সুর (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে অভযনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
নিহত ব্যক্তি ফুলতলা উপজেলার দক্ষীণদীহি গ্রামের বিজয় কৃষ্ণ সুরের পুত্র এবং নওয়াপাড়া বাজারের মেসার্স হৃদয় টেলিকমের মালিক।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারিরিক ভাবে অসুস্থ্য ছিলেন।তাই ইসিজি করার জন্য নওয়াপাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে একাই মটরসাইকেল যোগে রওনা দেন। এসময় বেতনা রেলের সাথে ধাক্কা খেযে গূর্গাপুরে মারা যান।এ বিষয়ে জানতে চাইলে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মিজান বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি।ওখানে লেবুগাছ থাকার কারণে পারাপারের সময় কিছুটা ট্রেন দেখকে সমস্যা হয়।তাই গাছগুলি কেটে ফেলা দরকার। নিহতের ব্যাপারে জানতে পারি তিনি অসুস্থ্য থাকায় শারিরিক পরিক্ষা নিরিক্ষার জন্য হসপিটালে যাওয়ার পথে দূর্গাপুর নামক স্থানে রেলক্রসিং পার হওয়ার সময় অসাবধানতার কারনে সকাল ৭.৩০ টায় বেনাপোল গামী বেতনা রেলের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন।পরে স্থানীয়রা হসপিটালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।