মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের প্রতিবন্ধি মোঃ এনামুল ইসলাম(২২) নামের যুবককে হত্যা করার চেষ্টা করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ওই যুবক খুলনার ফুলতলা থানায় একজনের নাম উল্লেখসহ ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার ১১সেপ্টেম্বর সন্ধ্যার সময় নওয়াপাড়া নূরবাগ ভাড়ার জন্য ওই প্রতিবন্ধি যুবক অপেক্ষা করছিল, পরে উপজেলা ধোপাদী গ্রামের মোঃ রহিমের ছেলে পূর্ব পরিচিত এসে বাদি এনামুলকে দাওয়াত খেতে যাওয়ার কথা বলে তার ভ্যানে ওঠে এবং নওয়াপাড়া এলাকার আরো অজ্ঞাত ৩ জন ও একই সাথে তার ভ্যানে উঠে খুলনা ফুলতলা থানার যুগ্নীপাশা নির্জন এলাকায় নিয়ে রাত আনুঃ ৯.০০ টার দিকে বাদি এনামুলের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করলে বাদি গামছা ছাড়িয়ে ফেলে চিৎকার দিলে ওই এলাকার স্থানীয় মানুষ এগিয়ে আসলে ছিনতাইকারীরা বাদি এনামুলকে মারপিট করে তার কাছে থাকা একটি স্মার্ট ফোন ও একটি বাটন ফোন ও নগদ ২৬০০/ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাদিকে উদ্ধার করে। বাদি কিছুটা সুস্থ হয়ে ১২ সেপ্টেম্বর ফুলতলা থানায় বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ করেন। বাদি এনামুল অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মৃত- শুকুর আলীর ছেলে। এবিষয়ে ফুলতলা থানার অফিসার্স ইনচার্জ এমএ হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে জরুরি ব্যবস্থা গ্রহন করা হবে।