মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার নওয়াপাড়া বেঙ্গলগেট এলাকা থেকে বোমাটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেঙ্গলগেট এলাকা অবস্থিত টিও সাহেবের মার্কেটের পিছনে স্থানীয়রা বোমাটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করেন। এ বিষয়ে অভয়নগর থানার এসআই মেহেদী বলেন, এটা সত্যিকার অর্থে বোমা কিনা তা বলা যাচ্ছে না। বোমা পরিক্ষা কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে তারা বলতে পারবে এটা বোমা না অন্যকিছু। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তবে হাত বোমা সদৃশ এখনও বিশেষজ্ঞা দিয়ে পরীক্ষা করা হয়নি। পরীক্ষার পর বলা যাবে উদ্ধার করা বোমা সদৃশ বস্তু আদৌ কি ছিল।