অভয়নগরে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন
মোঃ ইবাদৎ হোসেন অভয়নগর (যশোর)প্রতিনিধি
যশোরের অভয়নগরের এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ২ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ের ওপর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বুধবার সকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, সরকার গ্রুপের চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আলমগীর সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এফ এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রশিক্ষণ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. জহির উদ্দিন। উক্ত প্রশিক্ষণে উপজেলা কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।