অনৈতিক কার্যকলাপের সময় ব্লেড দিয়ে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রেমিকা,
মোল্লা জাহাঙ্গীর আলম_ খুলনা //
রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নে প্রেমিককে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কেটে দিলো প্রেমিকা। আহত প্রেমিককে খুলনা মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
এ”ঘটনাটি ঘটেছে খুলনা জেলার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের হাড়িখালি গ্রামের মোকাররম হোসেন শেখ এর ছেলে মাহিন শেখ (১৮)ঘাটভোগ ইউনিয়নে চাঁদপুর গ্রামের পশ্চিমপাড়া/প্রেমিকার সঙ্গে।
আহত মাহিন, হাড়িখালী টেকনিক্যাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র(১৮) ও বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী —-(১৬) এর মধ্যে দীর্ঘ ৬”মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিলো।স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের প্রেম গটিত কারনেই গত ২৯শে” জুলাই এর রাত ৯টার সময় মোবাইল ফোনের মাধ্যমে মেয়েটি ছেলেটিকে তার মামার বাড়িতে ডেকে নেয় এবং অনৈতিক কার্যকলাপের সময় ব্লেড দিয়ে আহত মাহিনের পুরুষাঙ্গ কেটে দেন।
আহত মাহিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ”ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।