সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়ার জিরোপয়েন্টের নীলখোলা স্কুল সংলগ্ন স্থানে অটোরিক্সায় অজ্ঞাতনামা যাত্রীসেজে এক যুবককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ।
বুধবার, ১৪ জুন বিকাল ৬টায় গোলাম রাব্বি খান (২৫) নামে এক যুবক নলছিটির দপদপিয়ার জিরো পয়েন্ট থেকে অটোরিক্সা যোগে নতুন মোবাইল ক্রয়ের উদ্দেশ্যে বরিশাল রওয়ানা দিলে সাথে আরো দু`জন অজ্ঞাতনামা যাত্রীও অটোরিক্সায় উঠে । কিছুদুর নীলখোলা স্কুল সংলগ্ন গেলে অটোচালক প্রসাব করার কথা বলে অটো থামিয়ে নেমে পড়েন । এরপরে অজ্ঞাতনামা দুই যাত্রী রাব্বিখানকে অটোরিক্সা থেকে নামতে বলে সে নামতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক অটোরিক্সা থেকে নামিয়ে পার্শ্বে একটি স্বরু রাস্তায় নিয়ে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে, এক পর্যায় তার বুকের ভীতরে চাকু ঢুকিয়ে সাথে থাকা ২৭৫০০ টাকা নিয়ে অজ্ঞাত দুর্বৃত্তদ্বয় পালিয়ে যায় । রাব্বিখান জ্ঞান হারিয়ে রাস্তার পার্শ্বে পরে থাকে । স্থানীয় জনতা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং তার বাড়িতে খবর দেন । জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন ।
গোলাম রাব্বি খান নলছিটির দেওপাশা গ্রামের নওয়াব আলী খানের ছেলে এবং দপদপিয়া মেসার্স সুগন্ধা ফিড মিলে চাকরি করেন ।
উল্লেখ্য রাব্বি খানের মাতা নিরু বেগম বাদী হয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করেন ।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান জানান একটি অভিযোগ পত্র পাওয়া গেছে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো ।